Origami Exhibition at
Academy of Fine Arts, Kolkata
Dec 26 through 31, 2023
Academy of Fine Arts, Kolkata
Dec 26 through 31, 2023
ইন্ডিয়ান ওরিগামিস্ট ছিল
ঘুমিয়ে কতকাল,
দিলীপ সোমই জাগিয়ে তাকে
ধরলেন তার হাল।
আমেরিকা বা ভারতে
সব খানে সব ক্ষণে,
সর্বদা জাগ্রত ছিল
এর কথা তাঁর মনে।
সভা ডাকা, আলোচনা,
খরচে বা হিসেবে,
সত্যি মুন্সীয়ানা তিনি
দেখিয়েছেন সে সবে।
প্রথম করেন পুরনো সব
ভাঁজিয়েদের জড়ো,
এবার টানেন ক'জন নতুন ওরিগামিস্টদেরও।
শ্রী সৌমেন ছিল সদা
সুযোগ্য সঙ্গতে,
কাজের ফাঁকেও বাদ দেয়নি
তামাশা রঙ্গতে।
পৃষ্ঠপোষক আর ভাঁজিয়ের
পেয়ে যোগ্য সাড়া,
প্রদর্শনী হয়েছিল
সত্যি নজর কাড়া।
বাংলাদেশের শামসুদ্দিন
পেয়ে আমন্ত্রণ,
এসে কত সহজেতেই
জেতে সবার মন।
যত্ন করে, বাক্স ভরে
মডেল যা সে আনে,
নিখুঁত ভাঁজ আর বড়ো আকার
সবার নজর টানে।
নামী বা আম দর্শক হয়
হাজার পাঁচের বেশী।
কর্মশালায় একাডেমীর
কর্তারাও খুব খুশী।
ভালোবাসি বলেই তো পাই
উৎসাহ এই কাজে,
চাই এ শিল্প ছড়াক ছোট-
বড় সবার মাঝে।।
- বিশ্বজিৎ চন্দ্র
২রা জানুয়ারি ২০২৪